ইসলামপুরে টিলা কেটে মার্কেট নির্মাণ, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৭

ইসলামপুরে টিলা কেটে মার্কেট নির্মাণ, ৫০ হাজার টাকা জরিমানা

সিলেট সদরের ইসলাম বাজারে টিলা কেটে মার্কেট তৈরির অভিযোগে ভূমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজাম মুনিরা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‌’অভিযুক্ত সিদ্দিক প্লাজার স্বত্বাধিকারী ইশতিয়াক আহমদ মার্কেট তৈরির জন্য বেশ কিছুদিন ধরে ভবনের পেছনের একটি টিলা কাটাচ্ছিলেন।’

এ কারণে পরিবেশ আইনে মামলা দায়ের করে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান তিনি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট