কোম্পানীগঞ্জে ডাকা পাথর পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৭

কোম্পানীগঞ্জে ডাকা পাথর পরিবহন ধর্মঘট প্রত্যাহার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেট-ভোলাগঞ্জ সড়কের নির্মাণ কাজে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ব্যবসায়ী নেতাদের ডাকা পাথর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ এর আহবানে আয়োজিত বৈঠকে ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক নিয়োজিত প্রজেক্ট ম্যানেজার আতাউর রহমানের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন ব্যবসায়ী নেতারা। শুক্রবার রাত ৮টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ওই বৈঠকে জনপ্রতিনিধি, উপজেলা পাথর ব্যবসায়ী সমিতি, স্টোন ক্রাশার মিল মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি, বালু উত্তোলন ও সরবরাহকারী সমিতিসহ শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এক সমাবেশের মাধ্যমে সেখানকার পাথর সংশ্লিষ্ট ৪টি সংগঠন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ধর্মঘটের ডাক দেয়। এ কারণে শুক্রবার কোম্পানীগঞ্জ থেকে পাথরবাহী সব ধরণের যান চলাচল বন্ধ ছিল। তবে, যাত্রীবাহী যান চলাচল স্বাভাবিক ছিল।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট