জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মামুনের নেতৃত্বে সিলেটে যুবদলের র‌্যালী

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৭

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মামুনের নেতৃত্বে সিলেটে যুবদলের র‌্যালী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে ৭ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে এক বিশাল র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন বলেন, দেশে যখন শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন কায়েম করেছিলেন, সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন তখন সিপাহী-জনতা এক হয়ে বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়াকে বন্দী অবস্থা থেকে মুক্ত করেন এবং রাষ্ট্রীয় ক্ষমায় অধিষ্ঠিত করেন। আর শহীদ জিয়া সেদিন দেশ ও জাতিকে রক্ষা করেছিলেন, দেশা মাতৃকার প্রয়োজনে দেশের গণতন্ত্রকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। আজ তেমনি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রা ফিরিয়ে আনতে দলীয় নেতাকর্মীর পাশাপাশি দেশের জনগণকে সংগ্রামী ভ‚মিকায় অবতীর্ণ হতে হবে।
মহানগর যুবদলের সিনিয়র নেতা আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. আরিফ আহমেদ মোমতাজ রিফা, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, মহানগর যুবদল নেতা শামীম মজুমদার, জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক আব্দুল মালেক, হাবিবুর রহমান হাবিব, আলী আকবর, আব্দুল খালিক, সুহেল মাহমুদ, আব্দুস সুবহান, সাহেদ আহমদ, আমিন ইউ আহমদ, ময়নুল ইসলাম মঞ্জু, মকসুদুল করিম নোহেল, মোঃ সালাহ উদ্দিন, সিরাজুল ইসলাম সিরাজ মেম্বার, ফরিদ আহমদ, সাঈদুর রহমান সাঈদ, আব্দুর রকিব মোস্তাক, কামাল আহমদ,সোলেমান আহমদ সিদ্দিকী, আব্দুল মুকিত সুমেল, খসরুজ্জামান খসরু, মঈন উদ্দিন, রফিক উদ্দিন, তাজির আলী, মাসুম আহমদ লস্কর, নজরুল ইসলাম, তমিজুল ইসলাম, এনাম ইসলাম লায়েছ, আলী আহমদ, আব্দুস শাহীদ, গিয়াস উদ্দিন, দেলোয়ার হোসেন, সাইদুল ইসলাম, আশরাফ আহমদ, খালেদ আহমদ, তোফায়েল আহমদ, নুরুল মুক্তাদির বাদশাহ, সিরাজুল ইসলাম সিরাজ, ফারুক আহমদ, সিদ্দিকুর রহমান রুহেল, নূর আলম, রুস্তম আলী, ইয়াসিন আলী, শাহীন আলী, জসিম উদ্দিন, আব্দুস সালাম, কছির উদ্দিন, আজির উদ্দিন, হোসেন আহমদ হাসান, আলম আহমদ, বোরহান উদ্দিন, কুটন আহমদ, ইউসুফ আলী, রেজান আহমদ, রাসেল আহমদ, জাহাঙ্গীর আলম, মুক্তার হোসেন, দুলাল মিয়া, সাদ্দাম হোসেন, শাহ আলম, টিএইচ রানা, আবু সুফিয়ান, আব্দুল মালিক, নাঈম ইসলাম, জুনেল আহমদ জুনেদ প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট