“জিপিএ-৫ প্রাপ্ত রাফি ডাক্তার হতে চায়”

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৭

“জিপিএ-৫ প্রাপ্ত রাফি ডাক্তার হতে চায়”

৩ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার : পূরণ করতে চাই নিজের ও বাবা-মায়ের অনেক দিনের স্বপ্ন আর আকাংখাকে। এভাবেই মৃদু হাস্যাজ্জ্বল মুখে কথাগুলো বলছিল এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী মোঃ আহসান হোসেন রাফি। এ আনন্দকে মনে গেঁথে আগামীতেও একই ফলাফল ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এই রাফি।

২০১৭ সালের এইচ.এস.সি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে মোঃ আহসান হোসেন রাফি। রাফি সিলেট বোর্ডের অধিনস্থ স্কলার্সহোম কলেজ, শাহী ঈদগাহ-এ অধ্যায়নরত ছিল। বিগত এস.এস.সি-২০১৫ তে-ও সে জিপিএ-৫ অর্জন করে। ভবিষ্যতে সে একজন উচ্চমানের ডাক্তার হয়ে মানবসেবায় নিয়োজিত থাকতে চায়।

কুমারপাড়ার স্থায়ী বাসিন্দা মোঃ বেলায়েত হোসেন ও রুমেনা আক্তার-এর ১ ছেলে ও ১ মেয়ের মধ্যে রাফি বড়। রাফির এমন কৃতিত্বে তার শিক্ষকদের প্রতি কৃতিজ্ঞতা প্রকাশ করেছেন তার মা-বাবা ও স্বজনরা। আল্লাহর আশেষ মেহেরবাণীতে রাফি যেন একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে এবং ডাক্তার হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে।”

রাফি এ সফলতার জন্য তার শিক্ষক পিতামাতা’সহ সকলের নিকট কৃতজ্ঞ। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট