কাঁকন বিবির চিকিৎসার ব্যয় ভার বহন করবে ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০১৭

কাঁকন বিবির চিকিৎসার ব্যয় ভার বহন করবে ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ

কাওসার আহমাদ ॥ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বীর প্রতীক কাঁকনবিবির চিকিৎসার্থে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই সাথে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসার ব্যয় ভার বহনের ঘোষণা দিয়েছে।
হাসপাতালের তৃতীয় তলার ১০ নম্বর ওয়ার্ডের ৮ নং কেবিনে চিকিৎসাধীন কাকন বিবির শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। ১০১ বছর বয়সী কাকন বিবি গত চার দিন ধরে এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক জানান, সোমবার সকালে কাঁকন বিবির কেবিনে এসি(এয়ার কন্ডিশন) সংযোজন করা হয়েছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় মেডিকেল সার্ভিস প্রদান করা হবে। প্রয়োজন হলে তাকে হাসপাতালের বাইরেও চেক আপ করানো হবে। কাঁকনবিবির চিকিৎসার সমস্ত ব্যয়ভার হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে বলে জানান তিনি।
হাসপাতালের জনৈক ইন্টার্ন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, কাঁকনবিবির হার্টে কিছুটা সমস্যা রয়েছে। তার শরীরে সোডিয়ামেরও স্বল্পতা রয়েছে। এরই মধ্যে তাকে এ সংক্রান্ত চিকিৎসাও দেয়া হয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট