ব্যয় বহুল বাজেটে ‘আমরা সিলেটি ও-ভাই মনটা রঙ্গীলা’ গানের শুটিং শুরু সোমবার

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৭

ব্যয় বহুল বাজেটে ‘আমরা সিলেটি ও-ভাই মনটা রঙ্গীলা’ গানের শুটিং শুরু সোমবার

জনপ্রিয় কণ্ঠশিল্পী এম কাওসার এর কণ্ঠে এবার আধুনিকতার ছোয়ায় ডিজিটাল মানে ব্যয়বহুল বাজেটে সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে মনের মত মাতৃভূমির একটি একদম নতুন গান গেছেন। “আমরা সিলটি ও ভাই মনটা রঙ্গীলা, সুখে দুঃখে পরি গলায় জালালি মালা, পীর আউলিয়ার সিলেট শহর আধ্যাতিক নগরী ধন্য জীবন গর্ব মোদের সিলেট শহর বাড়ি, আমরা শাহজালালের উত্তর সুরি করি প্রেম খেলা, সুখে দুঃখে পরি গলায় জালালি মালা” গানের শুটিং আগামী ২৪ জুলাই সোমবার থেকে শুরু হবে।
গানটির ভিডিও দৃশ্য ধারণ হবে সিলেটের শাহজালাল মাজার, শাহপরান মাজার, আরকুম শাহ মাজার, সুনামগঞ্জে হাসন রাজার স্মৃতিমাখা বাড়ি, রাধারমনের বাড়ি, চা বাগানে, শ্রীমঙ্গলের লেবুর বাগান, সাত করার বাগান ও সিলেটের কীন ব্রীজ, আলী আমজাদের ঘড়ি সহ বিভিন্ন মনোরম লোকেশনে। দু’দিন ব্যাপী শুটিং চলবে। এক ঝাঁক মডেলদের নিয়ে ডিজিটাল মানের। গানের পরিচালনায় থাকবেন সিলেটের গুনী মানুষ জনপ্রিয় পরিচালক দবিরুজ্জামান দিপু।
গানের কথা লিখেছেন তরুণ গীতিকার সাংবাদিক আমির হোসেন সাগর। সুর করেছেন এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী রহিমা রুহী। সংঙ্গীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংঙ্গীত শিল্পী মেধাবী পরিচালক সুদীপ চক্রবর্তী।
গানটি মুক্তির আগে থেকেই দর্শক আগ্রহের কেন্দ্রে রয়েছে কারণ এই গানটি ফেসবুকে লাইভ অনুষ্ঠানে শিল্পী রহিমা রুহী সহ অনেক শিল্পীরা গেয়েছেন।
গানের পরিচালক দিপু বলেন, সিলেটের ইতিহাস ঐতিহ্যর কথা ফুটে উঠেছে ঝাঁকজমকপূর্ণ এই নতুন গানটিতে। ভিডিও ধারণেও থাকছে সিলেটের ইতিহাসের বিভিন্ন দৃশ্যে ভরপুর। পাশাপাশি গানের মডেল হিসেবে কাজ করবেন জনপ্রিয় মডেল আরিফ হাসান, রুবীনা রাইসা, ফারিহা আফছানা, আলমাস রানা, ফয়েজ, সুজাত সহ আর অনেকে। আশা করছি এ গানটি দর্শক প্রিয় হবে। সিলেটের বিশাল বাজেটে নির্মিত এ গানটি আশা করি কিছু দিনের ভিতরে সোসাল মিডিয়া ইউটিউব, ফেসবুক সহ ইত্যাদিতে প্রচার করে দর্শকের হাতে পৌছে দেয়া হবে। গানটির মিডিয়া পার্টনার হিসেবে সব ধরনের সহযোগিতা করছে সিলেটের ইত্যাদি ফেসবুক পেইজ। বিজ্ঞপ্তি

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট