‘সুজয়ের চিঠি’তে প্রশংসিত মৌসুমী

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৭

‘সুজয়ের চিঠি’তে প্রশংসিত মৌসুমী

‘সুজয়ের চিঠি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ক’দিন আগেই চিত্রনায়িকা মৌসুমী অভিনয় করেন। রাহাত এইচ চৌধুরীর রচনায় এটি পরিচালনা করেছেন ফাহমিদা প্রেমা।মুক্তিযুদ্ধকালীন দুই তরুণের পাওয়া না পাওয়ার গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে চলচ্চিত্রের কাহিনী। চলচ্চিত্রে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন রাশেদ ভূঁইয়া।

সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে ১০ মিনিটের এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এরই মধ্যে এক লাখেরও বেশি দর্শক ছবিটি দেখেছেন। সঙ্গে প্রশংসাও করেছেন এ চিত্রনায়িকার।

এ প্রসঙ্গে মৌসুমী বলেন, এটি ছিল আমার অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবির গল্প ভালো লাগায় এতে অভিনয় করেছি। তখনই বিশ্বাস ছিল, চলচ্চিত্রটি দর্শকদের ভালো লাগবে।

তিনি বলেন,  অল্প সময়ে আমাদের মুক্তিযুদ্ধের দারুণ কিছু দিক তুলে ধরা হয়েছে এ ছবির মাধ্যমে। সবাই এর প্রশংসা করেছেন। আসলে ভালো একটি কাজ সবখানেই প্রশংসিত হয়।